ত্বকের বয়স কমিয়ে ফেলুন মাত্র একটি ফলেই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ফল শুধু আমরা খেয়েই থাকি না। রূপচর্চাতেও ফলের ব্যবহার বেশ কার্যকরী। তেমনই একটি ফল আনারস। ত্বকের ক্লান্তি দূর করে সজীবতা ফেরাতে আনারস বেশ উপকারি।
তাছাড়া এই ফলের ব্যবহারে ত্বক টানটান ও মসৃণ হয়। এর ব্যবহারে ত্বকের যত্নে ফল পাওয়া যায় খুব দ্রুত। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহার সম্পর্কে-
স্ক্রাবার
আনারসের অমসৃণ ত্বককে ব্যবহার করুন স্ক্রাবিং হিসেবে। তাছাড়া গোসলের আগে কয়েক টুকরো আনারস ঘষে নিন শরীরে। প্রাকৃতিক এই স্ক্রাবার ত্বকের মৃত কোষ ফেলে ত্বককে ঝলমলে করে তোলে।
ত্বকের বয়স কমায়
আলফা হাইড্রক্সি অ্যাসিড থাকায় আনারস কোলাজেন উৎপাদন করতে সক্ষম। তাই আনারসের রস এই বর্ষায় নিয়মিত মুখে ব্যবহার ত্বকের বলিরেখা কমে, বয়সের ছাপ পড়ে না। এর জন্য আনারসের রস ত্বকে মিনিট পাঁচেক রাখার পর ধুয়ে নিন।
ব্রণ থেকে মুক্তি
ব্রণের সমস্যা থাকলে এই প্যাক খুবই কার্যকর। আনারস, দুধ ও ডিমের কুসুম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করুন। সেই প্যাক মুখে লাগিয়ে রেখে দিন পাঁচ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে পানির ভারসাম্য রক্ষা করতে ও ব্রণ কমাতেও এই প্যাক বেশ উপকারি।