সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

এক ভুলের সুযোগে জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ডিন হেন্ডারসন বুঝতেই পারেননি, বলটা তাকে ফাঁকি দিয়ে যাচ্ছে। কিন্তু কিছুই করার ছিল না। ম্যাচের ৭০ মিনিটে জিওর্জিনিও উইজনালডামের শটটি হেন্ডারসনের দুই পায়ের ফাঁক গলে প্রবেশ করে ফেললো শেফিল্ড ইউনাইটেডের জালে। ওই এক গোলেই দফারফা হয়ে গেলো পুরো ম্যাচের। ১-০ গোলে স্বাগতিক শেফিল্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো লিভারপুল।

এ নিয়ে লিগে সপ্তম ম্যাচ খেললো অল রেডরা। সবগুলোতেই জয়। অর্থ্যাৎ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো তারা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে স্বাভাবিকভাবেই শীর্ষে ইয়ুর্গেন ক্লুপে শিষ্যরা। ৬ ম্যাচ খেলা ম্যানসিটির পয়েন্ট ১৩। সপ্তম ম্যাচ ম্যানসিটি জিতলেও তাদের পয়েন্ট হবে ১৬। এর অর্থ, লিভারপুলের সঙ্গে দ্বিতীয় স্থানের ব্যবধান এখনই দাঁড়িয়ে গেলো ৫ পয়েন্টের।

ডিন হেন্ডারসনকে লোনে ম্যানইউ থেকে দলে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। পুরো ম্যাচে লিভারপুলের আক্রমণভাগকে আটকে রাখতে পারলেও তিনি শেষ পর্যন্ত উইজনালডামের শটটিতেই মারাত্মক ভুল করে বসলেন।

শেফিল্ডের বক্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন লিভারপুলের জর্জিনিও উইজনালডাম। বক্সের ভেতর জটলা থেকে উড়ে আসা বলকে তেমন জোরে ভলি করতে পারেননি লিভারপুলের এ মিডফিল্ডার। টাইমিংটাই ভালো হয়নি তার। বল যেভাবে গোলপোস্টে এগুচ্ছিল, তা দেখে যে কেউ আগেই ভেবে নেবেন গোলরক্ষক তা কুড়িয়ে সতীর্থ কাউকে দিয়ে দেবেন।

Liverpool

কিন্তু না, এখানেই ভুল করলেন হেন্ডারসন! বলটা কাছে আসতেই দু’হাত দিয়ে তুলে নিতে গেলেন তিনি। কেন বলটা তিনি হাতে পেলেন না, তা বড় একটি বিস্ময়। বলটা তার দু’পায়ের ফাঁক গলে আশ্রয় নিল জালে। ডিন এরপর ম্যাচে দুর্দান্ত দুটি সেভ করেছেন। কিন্তু মানুষতো গোলরক্ষকের এই এক ভুলকেই বেশি মনে রাখবে!

 

শেফিল্ডের মাঠ ব্রামাল লেনে এই প্রথম কোনো ম্যাচ জিতলো লিভারপুল। চারবারের মধ্যে আগের তিনবারে জিততেই পারেনি তারা। গোলদাতা উইজনালডাম বলেন, ‘আমরা ম্যাচটা ভালো শুরু করতে পারিনি। প্রথমার্ধে তো আমরা অনেক পিছিয়েই ছিলাম। যে কারণে তারা আমাদের থামিয়ে দিতে পেরেছিল। এবং এটা আমাদের সেরা খেলাও ছিল না। কয়েক বছর আগে তো এমন ম্যাচ জিততেও পারতাম না।’