হাজার হাজার সৌদি সৈন্য আটকের দাবি হুতিদের!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি সৌদি আরবের নাজরানে হামলা চালিয়ে কয়েক হাজার সৌদি সৈন্য এবং তাদের কয়েক শত গাড়ি আটক করেছেন তারা। শনিবার হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহয়া সারিয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে বলেন, এ হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক শত গাড়ি আটক করা হয়েছে। আর কয়েক হাজার সৈন্য বন্দি করা হয়েছে। এদের মধ্যে কর্মকর্তাও রয়েছেন।
এদিকে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়।
পেন্টাগনের মুখপাত্র জনাথন হাফম্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি আরবে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা, চারটি সেন্টিনেল ব্যবস্থা এবং সঙ্গে এগুলো পরিচালনার জন্য ২০০ সদস্যের একটি সামরিক দল সৌদি আরবে পাঠানো হবে।
ওয়াশিংটন দাবি করছে, থ্রিডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- সেন্টিনেল দিয়ে তুলনামূলক কম উচ্চতায় উড়ে আসা হুমকি প্রতিরোধ করা সম্ভব। সেন্টিনেল দিয়ে হেলিকপ্টার, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলা কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবে বলে দাবি করছে পেন্টাগন।
ইয়েমেনে হুতি যোদ্ধারা ঘোষণা করেছেন, তারা সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে সাম্প্রতিক হামলা চালিয়েছেন। তবে সৌদি আরব দাবি করছে, ইরান ওই হামলা চালিয়েছে। সৌদির ওই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।