রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে সার্জিক্যাল স্ট্রাইকের রাতে ঘুমাতে পারেননি মোদি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

এক সপ্তাহের আমেরিকা সফর সেরে শনিবার রাতে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানাতে দিল্লির পালাম বিমানবন্দরে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। মোদির বিমান মাটি ছোঁয়ার আগেই বিমানবন্দর চত্বরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিমান থেকে নামার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে মোদি নিজের বক্তব্যে ফিরে যান তিন বছর আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সেই ঘটনায়। বলেন, সে দিন সারারাত জেগে ছিলেন তিনি।

তিনি বলেন, আমি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমেরিকা গিয়েছিলাম। এবার ফের গেলাম। কিন্তু এবার আমি লক্ষ্য করলাম ভারতের প্রতি তাদের মানসিকতায় অনেক বদল এসেছে। ভারতীয়দের প্রতি এই সম্মান বাড়ার কৃতিত্ব পুরোটাই কিন্তু ১৩০ কোটি ভারতবাসীর। তারপরেই সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলে আনেন প্রধানমন্ত্রী। শনিবার ২৮ সেপ্টেম্বরই এই ঘটনার তিন বছর পূর্তি ছিল। সেই উপলক্ষ্যে মোদি বলেন, “তিন বছর আগে এই ২৮ সেপ্টেম্বর আমি সারারাত ঘুমোতে পারিনি। প্রত্যেকটা মুহূর্ত আমি জেগেছিলাম ফোনের শব্দটা শোনার জন্য। তিন বছর আগে এই দিনেই ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। সেই রাতের কথা আমার সারাজীবন মনে থাকবে। আমি আমার জওয়ানদের বীরত্বকে সম্মান জানাই।” সেই দিনই উরির সেনা ছাউনিতে জঙ্গিহানার বদলা নিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা।