রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইরান প্রতিশ্রুতি ভঙ্গকারীদের সঙ্গে আলোচনায় বসে না

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের অর্থনীতি ও জনগণের ভবিষ্যতকে কোনো অবস্থায়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রদর্শনমূলক সাক্ষাতের ওপর নির্ভরশীল করা হবে না। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

জারিফ শনিবার তার নয়দিনের নিউ ইয়র্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, একটি প্রতিশ্রুতি ভঙ্গকারী দেশের সঙ্গে কখনো ইরান আলোচনায় বসবে না।

সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন, জাতিসংঘের সাম্প্রতিক অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি স্থাপনের লক্ষ্যে যে জোট গঠনের আহ্বান জানানো হয়েছে সৌদি আরব তাতে যোগ দিলে এ অঞ্চলে সৃষ্ট সংকট অবসানে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

ইরান সব সময় দুর্দিনে প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী জারিফ। তিনি বলেন, ১৯৯০ সালে ইরাকে সাবেক শাসক সাদ্দাম যখন কুয়েতে আগ্রাসন চালায় তখন কুয়েতের পাশে দাঁড়িয়েছিল তেহরান। এ ছাড়া, সম্প্রতি কাতারের ওপর সৌদি আরব কঠোর অবরোধ আরোপ করলেও তেহরান দোহাকে সহযোগিতা করেছে।