নারীর সৌন্দর্যজুড়ে ‘হিজাব’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
বর্তমানে নারীদের সাজসজ্জার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে হিজাব। ধর্মীয় অনুশাসন আর সামাজিকতা মিলিয়ে পোশাকের সঙ্গে পছন্দের হিজাব জড়াচ্ছেন অনেকেই। পর্দার জন্য যেমন হিজাব উপকারী, তেমনই এর রয়েছে অনেক উপকারিতা।
ঘরের বাইরে বের হলেই ত্বক ও চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয় ধূলাবালি আর সূর্যের ক্ষতিকর রশ্মি। আর এ থেকে মুক্তি দেয় হিজাব। কেবল যে বোরকার সঙ্গে হিজাব পরা হয় তা নয়। শাড়ি, সেলোয়ার কামিজ, কুর্তি, ফতুয়া— সব পোশাকের সঙ্গেই হিজাব পরা যায়।
ফ্যাশনের অনুষঙ্গ যখন হিজাব তখন তা হওয়া উচিত একটু ফ্যাশনেবল, তাই না? অনেকের মনেই প্রশ্ন জাগে কোন পোশাকের সঙ্গে কেমন হিজাব মানাবে? আবার কীভাবে হিজাব পরলে ভালো দেখাবে তা নিয়েও দোটানায় থাকেন অনেকে। সময়ের সঙ্গে উপযুক্ত হিজাব নির্বাচন করা বেশ জরুরি-
হিজাবে নারী; (মডেল : বাঁ থেকে- তানজিলা, নিশি, রীতু)
দিনের শুরুতে হিজাব পরলে হালকা করে মাথার ওপর পেঁচিয়ে হিজাব পরুন। এতে আপনার ক্যাজুয়াল লুক ফুটে উঠবে। এর সঙ্গে পরতে পারেন ফুলহাতার টপস কিংবা সেলোয়ার কামিজ।
সন্ধ্যাকালীন অনুষ্ঠান বা পার্টিতে একটু ঝলমলে ভাব থাকা চাই। এই সময় হিজাব পরলে একটু ঝলমলে রং আর ডিজাইন বেছে নিতে পারেন। সেসঙ্গে জড়িয়ে নিতে পারেন মেটালের চেইন বা পার্লের মালা।
কেমন পোশাকের সঙ্গে কেমন হিজাব-
ঢোলা ফ্লোরাল গাউন বর্তমানে বেশ জনপ্রিয়। এমন পোশাকের সঙ্গে পরতে পারেন একরঙা সিল্ক টাইপ হিজাব। এতে ক্লাসিক লুক বজায় থাকবে। ফ্লোরাল শাড়ি হলে হালকা রঙা ব্লাউজ আর হিজাব পরুন। মানাবে দারুণ।
অনেকের পছন্দের পোশাকের তালিকায় রয়েছে লম্বা হারাযুক্ত আবায়া। এই পোশাকগুলো একটু ছড়ানো হয়। তাই এর সাথে হিজাব পরুন সেট করে। এক রঙা আবায়া হলে বেছে নিন ছোট প্রিন্টের হিজাব।
দিনের বেলায় কোথাও গেলে হালকা রঙের হিজাব পরুন। রোদে বের হলে নরম সুতি হিজাব পরাই ভালো। একটু ঢিলা করে হিজাব পরুন তাতে গরম কম লাগবে।
উৎসব আয়জনে পরতে পারেন হিজাব; (মডেল- নিশি)
বিয়ে বা হলুদের অনুষ্ঠানেও পরতে পারেন হিজাব। চাপানো ক্যাপ পরে তার ওপর জড়িয়ে নিন হিজাব। ফুলের গয়না কিংবা বিয়ের গয়না পরতে পারেন হিজাবের ওপর দিয়েই। এক্ষেত্রে দুই শেডের হিজাব দিয়ে সাজাতে পারেন নিজেকে। জাঁকজমক ভাব ফুটে উঠবে।
হিজাব পরার ক্ষেত্রে খেয়াল রাখুন পোশাকের হাতার দিকে। অবশ্যই ফুলহাতা বা থ্রি কোয়ার্টার হাতার পোশাকের সঙ্গে হিজাব পরুন। ছোট হাতার পোশাকের সঙ্গে হিজাব একদমই বেমানান।
ইউটিউবে হিজাব পরার বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে। স্থান ও অবস্থান বুঝে বেছে নিন কীভাবে হিজাবে সাজাবেন নিজেকে।