রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থ হলেও পদত্যাগ করবেন না বরিস জনসন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ব্রেক্সিট বাস্তবায়নে ব্যর্থ হলেও পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেন, ব্রিটিশ জনগণের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে তিনি দেশের নেতৃত্ব ছেড়ে দিতে পারেন না।

রবিবার, যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কঠিন সময়ে দল ও দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছি। এ নেতৃত্বভার চালিয়ে যাওয়াই আমার দায়িত্ব বলে বিশ্বাস করি। শুধুমাত্র কনজারভেটিভ পার্টির সরকারের পক্ষেই ব্রেক্সিট বাস্তবায়ন করা সম্ভব। 

 

৩১ অক্টোবরের মধ্যে চুক্তি বা চুক্তিহীন ব্রেক্সিটের ব্যাপারে বরিস জনসন অঙ্গীকারবদ্ধ। 

তবে সম্প্রতি পাস হওয়া আইন অনুযায়ী, ব্রেক্সিটের সময় বাড়াতে ১৯ অক্টোবরের মধ্যে ইইউর কাছে আবেদন করার কথা প্রধানমন্ত্রীর। চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে সম্প্রতি হাউস অব কমন্সে ওই আইন পাস হয়। এ আইনকে ‘আত্মসমর্পণ আইন’ আখ্যা দিয়েছেন জনসন। 

তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি ইইউর বন্ধুদের মধ্যে এ ধারণা দিচ্ছে যে, পার্লামেন্ট ব্রেক্সিটের পথ বন্ধ করে দেবে কিংবা তারা সময় বাড়ানোর আবেদন করতে বরিসকে বাধ্য করবে। জনসনের এ মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলছেন আইন প্রণেতারা। 

এ পরিস্থিতিতে আগামী সপ্তাহে জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হচ্ছে পার্লামেন্টে। গত শনিবার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির  (এসএনপি) জ্যেষ্ঠ নেতা নেতা স্টুয়ার্ট হোসি। তিনি বলেন, ৩১ অক্টোবর চুক্তিহীন ব্রেক্সিট এড়ানোর একমাত্র উপায় হচ্ছে অনাস্থা ভোটের পদক্ষেপ।

তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের কোনো চুক্তি হোক বা না হোক, ব্রেক্সিট বাস্তবায়ন হবেই বলে জোর দেন তিনি।