রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরবের হাইস্পিড ট্রেন স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

সৌদি আরবের বন্দর শহর জেদ্দার হারামাইন হাইস্পিড রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, স্টেশনের ছাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি উপরের দিকে উঠতে থাকে।

১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে সৌদি আরবের দমকল বিভাগ। খবর রয়টার্সের।

 

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী হেলিকপ্টারের সাহায্য নিয়েছে।

উল্লেখ্য, ৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেললাইন লোহিত সাগরতীরের শহর জেদ্দাকে ইসলামের সবচেয়ে পবিত্র দুটি নগরী মক্কা ও মদীনার সঙ্গে যুক্ত করেছে।

৭৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই রেলপথে ২০১৮ সাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।