পাকিস্তানকে কড়া বার্তা ধাওয়ানের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে রীতিমতো আক্রমণ করলেন শেখর ধাওয়ান। ভারতীয় দলের এই ক্রিকেটার বলেন, ‘‘অন্যদের সম্পর্কে মন্তব্য করার আগে ওদের উচিত সবার আগে নিজেদের ঘর সামলানো।’’
এক টিভি শো'তে এসে পরিষ্কার জানালেন, বাইরের কেউ তার দেশের বিরুদ্ধে কিছু বললে অবশ্যই তিনি তার আপত্তি জানাবেন।
ধাওয়ান বলেছেন, ‘‘যদি কেউ আমার দেশ নিয়ে কিছু বলে তাহলে অবশ্যই তার প্রতিবাদ করব। বলব, বাইরের কারো উপদেশের কোন প্রয়োজন নেই আমাদের। সবার আগে নিজের দেশের সব কিছু ঠিক করুন। তারপরে অন্যদের নিয়ে কথা বলতে আসবেন। একটা প্রবাদই আছে, যে নিজে কাচের ঘরে বাস করে, সে কখনওই অন্যের ঘরে পাথর ছোড়ে না।’’
এ বছরের এপ্রিলে পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদিকেও আক্রমণ করেছিলেন ধাওয়ান। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটার সে সময় কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্য করেছিলেন। ধাওয়ান তখনও একই ধরনের বিবৃতি দিয়ে মন্তব্য করেছিলেন যে, কাশ্মীর সংক্রান্ত বিষয়ে ভারতকে কারো কোন উপদেশ দেওয়ার দরকার নেই।