সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের নারী কোচ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

আগামী মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। তবে এ সফরে দলের সঙ্গী হবেন না জাতীয় দলের দুই ভারতীয় কোচ আঞ্জু জাইন ও দেবিকা পালশিকার। তাদের পরিবর্তে সিরিজে নতুন স্টাফ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নানা কারণেই ভারত-পাকিস্তানের সম্পর্ক বহু বছর ধরেই ভালো না। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে সেটা আরও তলানিতে গিয়ে ঠেকেছে। এ কারণেই ভারতের কোনো নাগরিক পাকিস্তানে যেতে চায় না। একই কারণে জাতীয় দলের দুই কোচ আঞ্জু জাইন ও দেবিকা পালশিকার পাকিস্তান যাবেন না। এই সফরে সালমাদের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বিসিবির কোচ দীপু রায় চৌধুরী। তার সফরসঙ্গী হচ্ছেন ট্রেনার আনোয়ার হোসেন মনি আর এমদাদুল হক।

ইমার্জিং এশিয়া কাপে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে শ্রীলংকা যাবেন তারা দু'জন। অথচ আঞ্জু জাতীয় দলের প্রধান কোচ আর তার সহকারী হলেন দেবিকা। বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম নাদেল জানান, 'পাকিস্তানে খেলা হওয়ার কারণেই যেতে চাচ্ছেন না তারা।'

বাংলাদেশ দল পাকিস্তানে যাবে ২৩ অক্টোবর। সফরে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে দুটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে। বিসিবি এবং পিসিবির দ্বিপক্ষীয় এই সফর আগে থেকেই ঠিক করা। বেশ কয়েক বছর ধরেই নারী ক্রিকেটে সফর বিমিনয় করছে এই দুই বোর্ড। দ্বিপক্ষীয় এই সফর সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প করবে নারী জাতীয় দল।

আর নারী ইমার্জিং এশিয়া কাপের ক্যাম্প শুরু হবে ১৫ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অবশ্য এর আগেই ভারত 'এ' দলের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অনূর্ধ্ব-২৩ নারী দল। চার দিনের ক্যাম্প করেই শ্রীলংকার বিমান ধরতে হবে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের। ১৯ অক্টোবর কলম্বো গিয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ২০ থেকে ২৮ অক্টোবর চলবে টুর্নামেন্ট।