সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ঢাকায় আসছে ওমান যুব হকি দল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

উন্নত প্রশিক্ষনের লক্ষ্যে ভারতে কয়েকটি প্রাকটিস ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। কিন্তু ভারতীয় সিকিউরিটির কাগজপত্র জটিলতায় সে সুযোগ মিস করে দলটি। তাই আমন্ত্রণ জানানো হয় ওমানকে।

আমন্ত্রণ গ্রহণ করে আরব দেশটি ঢাকায় পা রাখবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। এক বিশেষ সূত্রে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।

কিসমত জানান, ভারত সফর পুরোপুরি বাদ হয়নি। সিকিউরিটি ক্লিয়ারেন্স মিলেনি। তবে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। পরে ওমানকে আমন্ত্রণ জানালে তারা সাদরে গ্রহণ করেন। আগামি ৬ অক্টোবর তারা ঢাকায় আসবে। অনুর্ধ্ব ২১ দলটি সব ভীতি দুর করে দেবে বলে বিশ্বাস।

এছাড়া জুনিয়র এশিয়া কাপের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছে। আগে মৌখিকভাবে আলোচনা হলেও এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কয়েকদিন আগে ঢাকার ভেন্যুকে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। টুর্নামেন্ট হবে ২০২০ সালের মার্চে। টুর্নামেন্টের নাম হবে বঙ্গবন্ধু জুনিয়র (অনুর্ধ্ব ২১) এশিয়া কাপ।

প্রায় দুইমাস ধরে মওলানা ভাসানীতে অনুশীলন করে আসছে অনুর্ধ্ব ২১ হকি দল।