ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারত, নিহত বেড়ে ১৩৪
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য। টানা তিন দিনের বৃষ্টিতে রাজ্য দু’টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪।
পাটনাসহ রাজ্যের অধিকাংশ স্থানেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। সূত্রের খবর অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় দুই রাজ্যে মৃতের সংখ্যা ১৩৪ জনে দাঁড়িয়েছে।
দেশটির দুর্যোগ-ত্রাণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ২২টি আন্ত:রাজ্য ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া রুট ঘুরিয়ে দেয়া হয়েছে অন্তত ২৫টি ট্রেনের ।
বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমানবাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। রাজ্যে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাটনায় বন্ধ স্কুল-কলেজ। কোশি, গন্ডক, বাগমতি নদীর জল কমার কোনও লক্ষণই আপাতত নেই।
অন্যদিকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বন্যা পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর, ঝাড়খণ্ড ও বিহারের জলাধারগুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে।
ভারতের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, চার মাসের মৌসুমী বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের ওপর।