টাক পড়া বন্ধ করবে জাফরান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
যেকোনো খাবারে শাহী স্বাদ আর গন্ধ আনতে ব্যবহার করা হয় জাফরান। সুগন্ধী এই মশলাটি আপনার চুলের জন্যও যে ভীষণ উপকারী সে কথা কি জানতেন? এক চিমটি জাফরানের মধ্যেই লুকিয়ে আছে ঝলমলে চুলের চাবিকাঠি। বিশেষ করে যাদের চুল উঠে টাক পড়ে যাচ্ছে, তাদের জন্য জাফরান খুবই উপকারী। পাশাপাশি খুশকি দূর করে স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে জাফরান।
তাই টাক পড়াসহ চুলের অন্যান্য সমস্যা দূর করতে আস্থা রাখতে পারেন জাফরানে। জেনে নিন কিভাবে-
টাক পড়া বন্ধ করতে
জাফরানের অ্যান্টি অক্সিডেন্ট চুল পড়া দ্রুত বন্ধ করতে পারে। চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল মজবুত করে তোলে জাফরান, ফলে চুলের বৃদ্ধিও দ্রুত হয়।
যেভাবে ব্যবহার করবেন: কয়েকটি জাফরান অল্প দুধে ভিজিয়ে রাখুন। তাতে যোগ করুন অল্প যষ্টিমধু। মিশ্রণটি একটু চটকে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে আর স্ক্যাল্পে ভালো করে ঘষে মেখে নিন। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার করতে হবে।
খুশকি কমাতে
একটানা মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করলে খুশকি কমে বটে, কিন্তু চুলও খারাপ হয়ে যায়। বরং খুশকি কমাতে আস্থা রাখুন জাফরানে।