সিরিয়াল কিসার ইমরানকে নতুনরূপে আনছেন শাহরুখ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
কমার্শিয়াল বা আর্ট ফিল্ম যাই হোক, ছবিতে ইমরান হাশমির উপস্থিতি মানেই চুমুর দৃশ্য। এটা একটা ট্রেন্ড হয়ে উঠেছিলো। দর্শক ইমরানের ছবিতে একটি ‘হট কিসিং সিন’ থাকবে এটা ধরেই ছবি দেখতে যেতেন। এ কারণে একশ্রেণির তরুণ দর্শকের কাছে চাহিদাও ছিলো নায়কের তুঙ্গে।
তবে অনেক নায়িকাই এই চুমুর ভয়ে ইমরানের সঙ্গে জুটি বাঁধতেন না। সে তালিকায় আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরের মতো নায়িকারা। অনেকদিন হয় সেই ট্রেন্ড থেকে বেরিয়ে এসেছেন ইমরান হাশমি। তবে বলিউডের ‘সিরিয়াল কিসার’ উপাধিটা তার রয়েই গেছে।
সেই উপাধি কাটিয়ে ইমরানকে নতুনরূপে হাজির করতে যাচ্ছেন বলিউডের কিং খান শাহরুখ। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজে কাজ করেছেন ইমরান। সেখানে এই অভিনেতা দুর্ধর্ষ এক স্পাই চরিত্রে ভেলকি দেখাচ্ছেন। সেই খবরটাই বেশ রসিকতা করে জানালেন শাহরুখ।
তিনি কৌতুক করে ইমরান হাশমি সম্পর্কে মন্তব্য করেছেন, ‘সিরিয়াল কিসার থেকে সিরিয়াল কিকার হয়ে ওঠা ইমরান হাশমি নতুন এক রূপ পেলেন’। ২৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া গোয়েন্দা সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এ কবির আনন্দ নামের মূল চরিত্রে অভিনয় করা হাশমির চরিত্রের বিষয়ে বলতে গিয়েই এমন মন্তব্য শাহরুখের।
জানা গেছে, ২০১৭ সালে নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হাস্টিংস ভারতে এসে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে গিয়েছিলেন। সে চুক্তির প্রথম উদ্যোগ হিসেবেই নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ‘বার্ড অব ব্লাড’ এর প্রথম সিরিজ। এ সিরিজে আইআইডব্লিউ এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। সঙ্গে থাকছেন শাহরুখ নিজেও।
২০১৫ সালে একই নামে প্রকাশিত বইয়ের অবলম্বনে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন রিভু দাসগুপ্ত। কৌতুক করলেও সিরিজে হাশমির অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন বলিউড বাদশা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত সিরিজ নিয়ে বেশ আশাবাদী তিনি।
শাহরুখ খান বলেন, ‘সিরিজে দুর্ধর্ষ স্পাই চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করেছেন ইমরান হাশমি। একজন মেধাবী অভিনেতা নিজেকে নতুন রূপে তুলে ধরতে যা যা করা দরকার তার সবই করেছেন তিনি।’
পাকিস্তানে নিজেদের এজেন্টদের উদ্ধারের অ্যাডভেঞ্চারভিত্তিক স্পাই সিরিজ ‘বার্ড অব ব্লাড’। প্রথম ইপিসোডে রয়েছে ৭টি পর্ব। হাশমি ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন জয়দীপ আহলওয়াত, ভিনিত কুমার সিং, সোভিতা ধুলিপালা, দানেশ হুসাইন, কৃতি কুলারিসহ অনেকে।