কাল থেকে দলবদল, কি করবে মোহামেডান-আরামবাগ-মুক্তিযোদ্ধা?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম তিন ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সংকটময় সময়ের মধ্যেই মঙ্গলবার শুরু হচ্ছে ফুটবলারদের দলবদল কার্যক্রম।
এই তিন ক্লাব এবার দলবদলে অংশ নিতে পারবে কিনা এবং পারলেও তাদের দল কেমন হবে- ফুটবলাঙ্গনে এখন সেটাই প্রধান আলোচনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ ক্যাসিনো উচ্ছেদের পর তিনটি ক্লাবই এখন সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসের ভূঁইয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক আর আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি একেএম মমিনুল হক সাঈদ দেশের বাইরে।
এ অবস্থায় ফুটবলের দলবদলে দুই ক্লাবের অংশ নেয়া অনিশ্চিতই মনে করছেন সংশ্লিষ্ট অনেকে। যদিও রোববার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন স্থায়ী সদস্য সমর্থকদের আশ্বস্ত করেছেন তারা সাধ্যমত ফুটবল দল গঠণের চেষ্টা করবেন।
আরামবাগ ক্রীড়া সংঘের কোচ মারুফুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘দলবদলের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। এখনো আমাদের হাতে দেড় মাস সময় আছে। এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ২২ জনকে টোকেন মানির চেক দিয়েছিলাম। এর মধ্যে ৪/৫ জনের চেক ফেরত এসেছে। মুক্তিযোদ্ধার ভবিষ্যত কি আমি জানি না। শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলতে পারবেন।’
ফুটবলের দলবদল চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এক মাস ২০ দিনের এ দলবদল প্রক্রিয়ায় এই তিন ক্লাব কি করবে সেটা দেখতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দলবদল এক সঙ্গে শুরু হয়ে এক সঙ্গেই শেষ হবে।
বাফুফে জানিয়েছে, প্রতি কার্যদিবসে দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। প্রত্যেক ক্লাব ৫ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, যার মধ্যে এশিয়া কোটায় একজন বাধ্যতামূলক।