টিসিবির পেঁয়াজের দাম নিয়ে খুশি ক্রেতারা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। এর নির্ধারিত দামে খুশি ক্রেতারা।
মঙ্গলবার প্রেসক্লাবের পূর্ব পাশের গেটে টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোলা বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর মাত্র ৪৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।
পেঁয়াজের নির্ধারিত দাম হাতের নাগালে থাকায় এবং যোগান থাকায় বেশ ভালো ভাবেই কিনতে পারছেন ক্রেতারা। তবে পেঁয়াজ কেনার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের।
টিসিবির ট্রাকের সামনের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন মাজেদ রহমান। তিনি বলেন, খোলা বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছে। মাত্র ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রির কারণে আমরা পেঁয়াজ কিনতে পারছি।
টিসিবি’র ট্রাক থেকে পেঁয়াজ কিনতে আসা সচিবালয়ের কর্মকর্তা হাবিব আহমেদ বলেন, কয়েকদিন থেকে পেঁয়াজ কেনা হচ্ছে না। এখানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে দুই কেজি কিনলাম। এটা ভালো উদ্যোগ।
শুধু পেঁয়াজ নয়, টিসিবির ট্রাকে মশুর ডাল, চিনি, সয়াবিন তেলও পাওয়া যাচ্ছে। তবে এসব পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি।
ট্রাকে প্রতি কেজি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা। সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ২ ও ৫ লিটার করে বিক্রি হচ্ছে।
ট্রাকে থাকা বিক্রয় কর্মী আরাফাত বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিক্রি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত লোকজন লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। এখন যোগান শেষ। আবার আগামীকাল সকালে বিক্রি শুরু হবে।
ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এজন্য সরকার ন্যায্যমূল্যে টিসিবিতে পেঁয়াজ বিক্রির এ কার্যক্রম শুরু করেছে।
টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি করছেন। এসব ট্রাকে টিসিবি নির্ধারিত পণ্যের মূল্য সংবলিত ব্যানার থাকবে। এছাড়াও চট্টগ্রামে ১০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করছে।