১৪৯ পূজামণ্ডপে অনুদান দিলেন মেয়র সাঈদ খোকন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২১ পিএম, ১ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে ১৪৯টি পূজামণ্ডপে অনুদান দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয় সার্বজনীন পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা শেষে মেয়র এ অনুদান দেন।
সূচনা বক্তব্যে মেয়র বলেন, উপমহাদেশের যেকোনো অঞ্চলের চেয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক চমৎকার। আমরা এই ধারা সবসময় অব্যাহত রাখতে চাই।
বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের মূল প্রতিপাদ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার। ধর্মনিরপেক্ষতার চেতনায় উজ্জীবিত হয়ে যে যার ধর্ম পালন করবে। ধর্ম যার যার থাকবে কিন্তু উৎসব হবে সবার। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে আমরা জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরো বলেন, আমরা চাই সার্বজনীন দুর্গোৎসব সবাই মিলেমিশে সুচারুভাবে সম্পন্ন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে আবারও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে। এজন্য সবার সহযোগিতা কামনা করি। হিন্দু ধর্মাবলম্বী এবং সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুততার সঙ্গে সেগুলোর সমাধান করার জন্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
পূজা উদযাপন নির্বিঘ্নে করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভা শেষে পূজামণ্ডপে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপকে পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।