রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের নাটকীয় ড্র

ক্রীড়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ২ অক্টোবর ২০১৯ বুধবার

পিএসজির বিপক্ষে হারের পর এদিনও হারতে বসেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে ৮৫ মিনিটে কাসেমিরো দারুণ গোলে অবশেষে হার থেকে রেহাই পেয়েছে রিয়াল মাদ্রিদ। দশ জনের দল হয়ে পড়া ব্রুগের বিপক্ষে ২-২ গোলে ড্র করতে পেরেছে জিদানের শিষ্যরা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে ঘরের মাঠে স্বাগত জানায় রিয়াল। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। কিন্তু নিজেদের রক্ষণ ছিল এলোমেলো। আর সে সুযোগেই প্রথমার্ধেই দুই গোল দেয় ব্রুগার। দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। দুটি গোলই শোধ করে তারা।
 
খেলা শুরু পাঁচ মিনিটের মধ্যে ক্রুসের কর্নার থেকে গোলের সুযোগও পায় তারা। কিন্তু উল্টো ৯ মিনিটে তাওয়ের ক্রস থেকে ইমানুয়েল বোনাভেনচারের গোলে এগিয়ে যায় বেলজিয়ান ক্লাবটি। এরপর ৩৯ মিনিটে রিয়াল ডিফেন্ডারদের ভুলে ব্রুগেকে দ্বিতীয়বার এগিয়ে দেন ইমানুয়েল।

দ্বিতীয়ার্ধের পর ৫৫ মিনিটে করিম বেনজেমার ক্রস থেকে হেডে ব্যবধানটা ২-১ করেন সার্জিও রামোস। অবশ্য গোলটি ভিএআর পর্যন্ত গড়ায়। তবে ফল যায় রিয়ালের কাছে। এদিকে রিয়ালের আক্রমণের সামনে রক্ষণ দেয়াল তুলে দেয় ব্রুগে। 

 এরপর ৮৪ মিনিটে বড় ধাক্কা খায় ব্রুস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের মিডফিল্ডার রুদ ভরমার। দশ জনের দল হয়ে পড়ায় সুযোগটাও কাজে লাগায় রিয়াল। সে ফ্রিকিক থেকেই গোল আদায় করে নেয় রিয়াল। বাকি সময় আর গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।