দেশের সব উপজেলায় নির্মিত হবে মুজিব মঞ্চ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫১ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'মুজিব বর্ষ' উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানই সর্বোত্তম স্থান। তবে অনুষ্ঠান কোথায় হবে, সেটি চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী। জামুকার সভায় আমরা প্রতিটি উপজেলায় 'মুজিব মঞ্চ' নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এ লক্ষ্যে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাওয়া হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৫তম সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, 'মুজিব মঞ্চ' নির্মাণ সম্পন্ন হলে বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানও সেখানে আয়োজন করা হবে। ‘মুজিব বর্ষ' উদযাপনের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় 'মুজিব মঞ্চ' নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ৩৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে।
তিনি আরও বলেন, সভায় এর আগে বিভিন্ন সময়ে যেসব মুক্তিযোদ্ধার ভাতা বাতিল করা হয়েছিল তাদের পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হবে।
সভায় অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শাজাহান খান এমপি, আবদুস শহীদ এমপি, মোতাহার হোসেন এমপি, শহীদুজ্জামান সরকার, সাবেক সচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলম ও মেজর (অব.) ওয়াকার হাসান, জামুকার মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।