রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোবর দিয়ে সাবান তৈরি শুরু করলো ভারত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

গোবর থেকে সাবান ও বাঁশ থেকে পানির বোতল তৈরির প্রকল্প উদ্বোধন করেছে ভারত। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে দেশের জৈব খামার ও দেশীয় কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদনে বড় ধরনের জোর দিয়েছে ভারত সরকার।

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মন্ত্রী নিতিন গাড়করি বলেন, জৈব পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে।

সরকার পরিচালিত খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি) আয়োজিত অনুষ্ঠানে গাড়করি বলেন, মানের ব্যাপারে আমাদের পেশাদারিত্ব ও স্বচ্ছ পন্থা গ্রহণ করতে হবে। মহাত্মা গান্ধীর অর্থনৈতিক চেতনার সঙ্গে কোনরকম আপোস করা চলবে না।

বাঁশের তৈরি পানির বোতলের দাম পড়বে প্রায় ৮ ডলার এবং গোবর থেকে সাবানের দাম ১.৭৫ ডলার। নিজেকে জৈব খামার ও এর উপকারিতার প্রবক্তা দাবি করে মন্ত্রী প্রতিষ্ঠানগুলোকে সুবিধা লাভের জন্য জাতীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরামর্শ দেন।

কেভিআইসি চেয়ারম্যান ভি কে সাক্সেনা বলেন, গোবর থেকে সাবান তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে খাদি প্রতিষ্ঠানগুলোর একটি। আনুষ্ঠানিকভাবে এই পণ্য উদ্বোধনের আগে আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। বাঁশের তৈরি পানির বোতল হবে ৭০০ ও ৯০০ মিলি লিটারের। এটা উদ্ভাবন করেছে ত্রিপুরা রাজ্যের একটি প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, বাঁশের বোতল হবে প্লাস্টিক বোতলের আদর্শ বিকল্প। এটা প্রাকৃতিক, মূল্য সাশ্রয়ী, আকর্ষণীয় ও পরিবেশবান্ধব।