শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার নতুন নিয়মে ভর্তি পরীক্ষা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০১ এএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯- ২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এবার নতুন নিয়মে ভর্তি পরীক্ষা হবে।

‘ই’ ইউনিটের ক্ষেত্রে ৫০ নাম্বার ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নাম্বার এবং কোটার ক্ষেত্রে ১৭ নাম্বার পেতে হবে।
পাঁচটি ইউনিটের মধ্যে ১৭ নভেম্বর ‘এ’ ইউনিট, ১৮ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৯ নভেম্বর ‘সি’ ইউনিট, ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট এবং ২১ নভেম্বর ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। প্রতিটি ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৮১০ টাকা।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক এসএম হাফিজুর জানান, এমসিকিউ’র সঙ্গে থাকছে লিখিত পরীক্ষাও। ১০০ নাম্বারের পরীক্ষা হবে। সময় থাকবে দেড় ঘণ্টা। এমসিকিউ থাকবে ৭৫ নাম্বার আর লিখিত পরীক্ষায় থাকবে ২৫ নাম্বার। ১ অক্টোবর থেকে অনলাইন ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।

তিনি আরো জানান, এমসিকিউ অংশে ৭৫ নাম্বারের মধ্যে যারা ন্যূনতম ৩০ নাম্বার এবং কোটার ক্ষেত্রে ২৫ পাবে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। লিখিত অংশে ২৫ নাম্বারের মধ্যে ন্যূনতম ১০ নাম্বার এবং কোটার ক্ষেত্রে ৮ নাম্বার পেতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ১ নাম্বার। একটি ভুল উত্তরে কাটা হবে ০.২৫ নাম্বার।