রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ স্থাপনা উচ্ছেদে মহাখালীতে ডিএনসিসির অভিযান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মহাখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
 
বৃহস্পতিবার ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অফিস পর্যন্ত ফুটপাত থেকে ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি অস্থায়ী সেমিপাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করায় দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।