রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

মারা গেলেন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের মা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের মা মারা গেছেন। 

বুধবার লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গর্ভধারিণী মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কিংবদন্তি নিজেই।

 

টুইটারে ইউসুফ বলেন, আজ আমার পৃথিবী (মা) হারালাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুগ্রহ করে সুরা ফাতিহা পড়ুন। তার জন্য সবাই দোয়া করুন।

ইউসুফকে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান হেড কোচ মিসবাহ-উল হক। তিনি বলেন, সদ্য শ্রীলংকাকে হারিয়েছি আমরা। খবরটা শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন। ইউসুফ ও তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন।

২০০৫ সালে এই বিখ্যাত ক্রিকেটার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। 

মোহাম্দাদ ইউসুফের জাতীয় দলে অভিষেক হয় ২৬ ফেব্রেুয়ারি ১৯৯৮ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটের মাধ্যমে। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যেও তিনি একজন। 

দেশের হয়ে ৯০ টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

 

২০১০ সালের ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ইউসুফ।