রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সালাহ’র লিভারপুলের জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

নিষেধাজ্ঞায় থাকা পেড্রো চিরিভেল্লাকে এমকে ডনসের বিপক্ষে মাঠে নামানোর দায়ে লিভারপুলকে জরিমানা গুনতে হয় দুইলাখ পাউন্ড।

এই ম্যাচটিতে লিভারপুল ২-০ ব্যবধানে জয় পায়। বুধবার দি ফুটবল লীগ (ইএফএল) জানায়,  পেড্রো চিরিভেল্লা স্পেনীয় ক্লাব এক্সট্রিম্যাডের সঙ্গে গত মেীসুমের চুক্তি থেকে আন্তর্জাতিক ছাড়পত্র পাননি। তারপরও তাকে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তিত প্লেয়ার হিসেবে মাঠে নামায় লিভারপুল।

 

২০২০-২১ মেীসুম পর্য্ন্ত তাদের শাস্তি বহাল থাকবে। যদি পরবর্তী মেীসুম শেষ হওয়ার আগে আবার নিষেধাজ্ঞায় থাকা কোনো প্লেয়ার খেলান, সেজন্য দায়ী থাকবে ক্লাবটি।

ইএফএল জানায়, লিভারপুল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তারা সাহায্য কামনা করেন। যেন সিজন শেষ হবার আগেই ছাড়পত্র পায়। 

কারন ইএফএল ট্রফির পরবর্তী দুটি ম্যাচে ২২ বছরের মিডফিল্ডার পেড্রো অন্তর্ভুক্ত আছেন।