সঙ্গিনী থাকলে ছেলেরা ভালো খেলে: সানিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। তিনি নিজে বিয়ে করেছেন আরেক খোলোয়াড় শোয়েব মালিককে। যিনি কিনা পাকিস্তানের ক্রিকেটার। তবে এবারের বিশ্বকাপে শোয়েব মালিক নিজেকে তেমন করে মেলে ধরতে পারেননি। আর স্বভাবতই সেই দায় চাপিয়েছে সানিয়া মির্জার ওপর।
তবে এমন যারা ভাবেন, তাদের এবার এক হাত নিলেন ভারতের টেনিসের এই সেনসেশন। তার মতে, বান্ধবী বা স্ত্রী সঙ্গে থাকলে ছেলেরা আরো ভালো খেলতে পারে। কেননা ছেলেদের খেলা ভাল করতে সঙ্গিনীর সমর্থন এবং ভালবাসার প্রয়োজন।
গুরুত্বপূর্ণ সফরে খেলোয়াড়রা বিদেশ গেলে বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে নেয়ার অনুমতি দেয়া হয় না। আর এ কারণেই খেলোয়াড়রা সবসময় মনযোগ দিতে পারেন না বলে মনে করেন সানিয়া মির্জা।ৎ
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সানিয়া মির্জা বলেন, তারকা জুটি বিরাট কোহলি আর আনুশকা শর্মার বেলাও একই অবস্থা হয়। কোহলি যখন ভালো করেন, তখন স্ত্রী আনুশকাকে কেউ কৃতিত্ব দেন না। কিন্তু একটু খারাপ করলেই ওঠে আসে অভিনেত্রীর নামটি। বিরাটের শূন্য করার সঙ্গে আনুশকার কী সম্পর্ক? এর কোনো অর্থ হয় না।
খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী বা গার্লফ্রেন্ডকে নেয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ, তার সমালোচনা করে সানিয়া বলেন, স্ত্রী বা বান্ধবীকে সফরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাতে দলের ছেলেদের মনঃসংযোগ নষ্ট হবে। এর অর্থ কী? মেয়েরা এমন কী করে যে, ছেলেদের মনঃসংযোগে ব্যঘাত ঘটবে? আর যদি ভাল করতে না পারে তাহলে তখনও মেয়েদের দোষ দেয়। এর মানে কী আমি জানি না।
এদিকে, বিশ্বকাপে পাকিস্তানের হারের জন্য তাকে দায়ী করা নিয়ে প্রশ্ন করলে সানিয়া বলেন, আমি তো ও দেশের মেয়েই নই, আমার আর কী ক্ষমতা থাকতে পারে!
পরিবার সঙ্গে থাকলে খেলোয়াড়দের কি সুবিধা হয়, তার ব্যাখ্যা দিয়েছেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস-কন্যা খ্যাত এই তারকা প্লেয়ার বলেন, ওদের আর শূন্য ঘরে ফিরে আসতে হয় না তখন। একসঙ্গে নৈশভোজেও যেতে পারে। স্ত্রী বা সঙ্গিনী সঙ্গে থাকলে সেটা সেই খেলোয়াড়কে আরো সমর্থন, ভালবাসা দেয়।