ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৬০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪১ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
বেকারত্ব, দুর্নীতি, সরকারি চাকরির দাবি ও প্রধানন্ত্রীর পদত্যাগের দাবিতে যুদ্ধবিধস্ত দেশ ইরাকে সৃষ্ট আন্দোলন রক্তক্ষয়ী রুপ নিয়েছে। টানা পাঁচ দিনের এ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার।
দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। চলমান এ আন্দোলনে গতকালই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “আন্দোলনকারীরা দুই পুলিশসহ চারজনকে হত্যা করেছে।”
এদিকে, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী আদিল আবদেল মাহদি। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। দাবিগুলো পূরণে সময় দরকার। দ্রুত তিনি সরকারি চাকরিসহ বেকারত্ব দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর এ ঘোষণা পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
গত মঙ্গলবার (১ অক্টোবর) থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে রাজপথে নামে হাজার হাজার তরুণ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অনেক সরকারি ভবনে আগুন দেয় তারা।
প্রথম দিন ৭ জন নিহত হলে রাজধানী বাগদাদজুড়ে কারফিউ জারি করা হয়। সরকারি বাহিনীর নিরাপত্তা বেষ্টুনি ভেঙ্গে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। যা ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। ফলে পুলিশের সঙ্গে এসব সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।