‘মেসি এখনো চোটমুক্ত নয়, তাকে রক্ষা করুন’
ক্রীড়া ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৭ এএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

চোট কাটিয়ে গেল বুধবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি। তবে সামনে লম্বা মৌসুমের কথা মাথায় রেখে তাকে গেটাফের বিপক্ষে নামানো উচিত কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ মুহূর্তে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে বার্সা।
এ অবস্থায় কোচ আর্নেস্তো ভালভার্দে দলের সেরা অস্ত্রকে ব্যবহার করতে চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মেসিকে দ্রুত মাঠে ফেরাতে ঝুঁকি নিতে কাতালান কর্তাদের নিষেধ করছেন রিভালদো। জানিয়েছেন লম্বা আকুতি।
ব্রাজিলের ও বার্সার সাবেক তারকা বলেন, মেসি এখনো সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেনি। নিজের ছন্দও ফিরে পায়নি। দলের স্বার্থে চোট উপেক্ষা করেও গেল ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিল সে। সেটা দেখে খুব আনন্দ হয়েছে। তবে এখনো ১০০ শতাংশ ফিট হতে পারেনি ও। ওকে নিয়ে ক্লাবকে অনেক সতর্ক হতে হবে।