রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

টেস্ট র‌্যাংকিংয়ে অবনতি সাকিবের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি তারকাকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।

সোমবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্টের নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে। বিশাখাপত্তনম টেস্টে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাদেজা। 

জাদেজার সঙ্গে সাকিবের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। ভারতীয় অলরাউন্ডারের ৩৯৮ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের টেস্ট অধিনায়কের পয়েন্ট ৩৯৭।