সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন আশা ভোঁসলে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৭ এএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের স্যালফোর্ড ইউনিভার্সিটি তাকে এই সম্মাননা প্রদান করেছে।
সোমবার (৭ অক্টোবর) আশা ভোঁসলে নিজেই এই খবর জানিয়েছেন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ডক্টরেট সম্মাননা গ্রহণের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তিনি।
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে নিজের আলোতেই উদ্ভাসিত। সংগীতজগতে নিজস্ব মর্যাদায় দীর্ঘদিন ধরে তিনি বিপুল জনপ্রিয়তা অজর্ন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহু সম্মান অর্জন করেছেন আশা। ২০০০ সালে তিনি ভারতের বিনোদন ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মবিভূষণ’ খেতাব পান।
এবার সাংস্কৃতিক অঙ্গনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন তিনি।