রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেছতা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে এই উপায়ে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

অনেকেরই বয়সজনিত কারণে বা তার আগেই মুখে মেছতার দাগ পরতে দেখা যায়। একবার শুরু হলে দিন দিন মেছতার দাগ বাড়তে থাকে। আর এর থেকে রক্ষা পেতেই যত চেষ্টা। কিন্তু কোনো ভাবেই এর স্থায়ী সমাধান পাওয়া যায় না।  

জানেন কি, এর থেকে রক্ষা পাওয়ার রয়েছে ঘরোয়া সমাধান। এতে মেছতার দাগ দূর হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকও উজ্জ্বল হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-   

 

মসুরের ডাল এক ঘণ্টা ভিজিয়ে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার ডালের পেস্টটির সঙ্গে অ্যালোভেরার রস মেশান। এই মিশ্রণটি মেছতার দাগের ওপর ভালো করে লাগিয়ে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন। ৩০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। এর নিয়মিত ব্যবহারে খুব দ্রুত ভালো ফলাফল পাবেন।