রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোন তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার

চুল পড়া নিয়ে সবাই দুশ্চিন্তায় থাকেন! কারণ একবার চুল পড়া শুরু হলে আর বন্ধই হতে চায় না। গ্রীষ্ম হোক বা বর্ষা, চুল উঠবে না নেই এমন কোনো ভরসা। তবে এবার কিছুটা হলেও ভরসা পাবেন। 

কারণ চুল পড়া বন্ধের টিপস দিয়েছেন ভারতের বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাবেদ হাবিব। তাহলে কথা না বাড়িয়ে জেনে নিন কি করলে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি হবে গ্যারান্টির সঙ্গে-

ধাপে ধাপে যা করতে হবে?

১. পেঁয়াজ ও আদার তেল খুব সামান্য পরিমানে নেবেন। (ঘরেই তৈরি করে নিতে পারেন)

২. এবার এর সঙ্গে নারকেল তেল মেশাবেন ১৫ ড্রপ মত।

৩. ভালো করে তিনটি তেল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন।

৪. চুলের গোঁড়ায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন।

৫. আধা ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।

এই তেল নিয়মিত ব্যবহারে অবশ্যই চুল পড়া বন্ধ হয়ে দ্রুত নতুন চুল গজাবে।