রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুল’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভুল সিদ্ধান্ত’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ বিষয়ে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি তার দেশের এই ভুলের কথা তুলে ধরেন।

ফেসবুকে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত আট ট্রিয়িন ডলার খরচ করেছে। আমাদের হাজার হাজার মহান সেনা সেখানে মৃত্যুবরণ করেছে বা মারাত্মকভাবে আহত হয়েছে। অপরপক্ষেরও লাখ লাখ মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত ছিল সবচেয়ে বড় ভুল।’

ট্রাম্প আরও লিখেন, ‘আমরা গণবিধ্বংসী অস্ত্রের সম্পূর্ণ মিথ্যা ধারণার ওপর ভিত্তি করে ওই যুদ্ধ শুরু করেছি। এগুলো সেখানে কিছুই ছিল না। এখন আমরা খুব সতর্কভাবে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনছি। আমাদের লক্ষ্য আরও বড়। যুক্তরাষ্ট্র আগের যেকোনও সময়ের চেয়ে এখন ভালো অবস্থায় আছে।’