বুয়েটে ভর্তি পরীক্ষা আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৯ এএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
রোববার বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে গতকালও তিনি বলেছিলেন, একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বিষয়টি সর্বসম্মতিক্রমে নিশ্চিত হয়েছে যে, ১৪ অক্টোবরই (সোমবার) অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য পাঁচ দফা দাবি মেনে নেয়ায় বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে না দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শনিবার সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা।
গত ৩১ আগস্ট সকাল থেকে বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। ১২টি বিভাগে এবার প্রথম বর্ষে মোট ১ হাজার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করবে বুয়েট। আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ বছর বুয়েট ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক-গ্রুপ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার (১৪ই অক্টোবর) সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত। খ-গ্রুপের অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে বিকাল চারটা পর্যন্ত।