আজ মাঠে নামছে বাংলাদেশ-ভারত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪২ এএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ‘ই’গ্রুপের তৃতীয় ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। দেখা যাবে বাংলা টিভি।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রক্ষণভাগ নিয়ে চিন্তায় স্বাগতিকরা। ডিফেন্ডার সন্দেশ ডিঙ্গান চোটের কারণে দলে থাকছে না। অবশ্য কেরালা ব্লাস্টার্সের এই তারকাকে ছাড়াই ভারতকে ফেভারিট মানছেন বাংলাদেশ কোচ জেমি ডে।
পিটিআইকে বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, ডিফেন্ডার সন্দেশ চোটে থাকায় আমি ভারতের কোনো ভিন্নতা দেখছি না। ভারত ঘরের মাটিতে খেলবে এবং জয়ের আশা করবে।
সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল দুই দেশের তা ছিল একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ওই ম্যাচে বাংলাদেশকে ২-২ গোলে রুখে দিয়েছিল ভারত।