‘শিশুদের অধিকার-সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
শিশুদের অধিকার ও সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ-২০১৯’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শিশুদের অধিকার ও সুরক্ষা শুধু শিশু সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ দিবসটিকে গুরুত্ব দিতে হবে।
শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেসা, জয়িতা ফাউন্ডশনের চেয়ারম্যান বেগম আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থা নির্বাহী পরিচালক কাজল ইসলাম এবং যাদু শিল্পী জুয়েল আইচ।
পরে, প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।