রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

রোনালদোদের হারিয়ে ইউরোর টিকিট পেল ইউক্রেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪২ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর গোল পাওয়ার পর উদযাপনও করলেন। কিন্তু জয় পেল না তার দল। রোনালদোর মাইলস্টোন স্থাপনের দিনে পরাজয়ের মুখ দেখল পর্তুগাল। 

দশজন খেলে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগীজদের হারিয়ে পরবর্তী ইউরো কাপের টিকিট নিশ্চিত করল ইউক্রেন।

কিয়েভে পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করল ইউক্রেন। হোম টিমের হয়ে ম্যাচের প্রথমার্ধে দু'টি গোল করেন যথাক্রমে রোমান ইয়ারেমচুক ও আন্দ্রি ইয়ারমোলেঙ্কো। দ্বিতীয়ার্ধে তারাস স্টেপানেঙ্কো লাল কার্ড দেখলে পেনাল্টি উপহার পায় পর্তুগাল। স্পট কিক থেকে ক্যারিয়ারের ৭০০তম গোল করেন সিআর সেভেন।