রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ধোনির মধ্যে এখনও ক্ষিপ্রতা আছে: ওয়াটসন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০২ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

মহেন্দ্র সিংহ ধোনির অবসর নেওয়া উচিত কি না, তা নিয়ে ক্রিকেট মহলে তর্ক চলছেই। যে তর্কে এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। যিনি আবার আইপিএলে চেন্নাই সুপার কিংসে ধোনির সতীর্থও।

সোমবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ওয়াটসন বলেছেন, ‘‘ধোনির মধ্যে এখনও অনেক ক্ষমতা আছে। কিন্তু সব কিছুই ওর উপরে নির্ভর করবে।’’ ওয়াটসন মনে করেন, ধোনি এখনও দারুণ ছন্দে খেলে চলেছেন। যদিও বিশ্বকাপের পরে আর মাঠে নামেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। 

আইপিএল এবং বিশ্বকাপে ধোনিকে দেখার অভিজ্ঞতা থেকে ওয়াটসন বলেছেন, ‘‘ধোনির মধ্যে এখনও সেই ক্ষিপ্রতা আছে। দ্রুত নড়াচড়া করতে পারে। উইকেটের মধ্যে দুরন্ত গতিতে ছুটতে পারে। আর কিপার হিসেবে এখনও সমান দক্ষ। ও যা সিদ্ধান্তই নিক না কেন, ভেবে চিন্তেই নেবে। কারণ ধোনি জানে ওর সামনে রাস্তাটা কী।’’

 

নিজের দেশ অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়েও খুশি ওয়াটসন। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই অলরাউন্ডার মন্তব্য করেছেন, ‘‘গত এক বছরে অস্ট্রেলিয়া দল কিছু সমস্যার মুখে পড়েছিল। এখন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ফিরে আসার পরে দলটা আবার শক্তিশালী হয়ে উঠেছে।’’