এবার উবারে চড়বে পোষ্য প্রাণী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
বিশ্বের সবচেয়ে বড় অন ডিম্যান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার অ্যাপে এবার যোগ হবে ‘উবের পেট্স’ নামের একটি বিভাগ। আর এতে করে আপনি সামান্য অর্থের বিনিময়ে পোষ্যকে মানে কুকুর, বিড়াল সাথে নিয়েই চড়তে পারবেন উবারে।
তবে এই সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় ১৬ অক্টোবর থেকে চালু হচ্ছে। এজন্য উবার অ্যাপে যোগ হবে ‘উবের পেট্স’ নামের একটি বিভাগ। জানা গেছে, পোষ্যকে উবারে সঙ্গী করতে মূল ভাড়ার ওপর ৩ ডলার থেকে ৫ ডলার পর্যন্ত সারচার্জ দিতে হবে। যে সব চালকদের পোষ্য নিয়ে চলতে সমস্যা নেই তারা উবার পেট্স বিভাগে নাম নথিভুক্ত করাতে পারবেন। এ জন্য অতিরিক্ত টাকার একটা অংশ পাবেন ওই চালকেরা।