শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় নারী নিহত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে পাকিস্তানের সেনাবাহিনীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ভারতের এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন গ্রামবাসী। 

ভারতীয় গণমাধ্যমের দাবি, কোয়াসবা এবং কিরনি সেক্টরে গুলিবর্ষণ শুরু হয় এ দিন সকাল সাড়ে ৯টায়। সম্পূর্ণ বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনা। গুলি লাগে ওই নারীর। পাল্টা জবাব দেন ভারতীয় সেনারাও। ভারত বলছে, ওই নারীর নাম শামিম আখতার। 

উল্লেখ্য, বালাকোটে ভারতীয় বিমান হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলা আরও জোরদার করেছে পাকিস্তান। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তের ছবিটা আরও ভয়ানক হয়ে উঠেছে।