শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরে মোবাইলে সাভির্স চালু হলেও বন্ধ এসএমএস সার্ভিস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা চালু হলেও মুঠোফোনে বার্তা আদান-প্রদানের সেবা (এসএমএস সার্ভিস) বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, পোস্টপেইড মোবাইল সংযোগ চালুর কয়েক ঘণ্টা পর এসএমএস সার্ভিস বন্ধের এ সিদ্ধান্ত হয়। খবর দ্য হিন্দু'র।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ার ৭২ দিন পর সোমবার উপত্যকায় আংশিকভাবে শুধু পোস্টপেইড মোবাইল সংযোগ পুনরায় চালু করা হয়। তার একদিন পরই এমন নিষেধজ্ঞা আরোপ করলো সরকার।

কাশ্মীর উপত্যকার ৭০ লাখ মানুষ গত ৫ আগস্টের পর থেকে অবরুদ্ধ মুঠোফোন ও ইন্টারনেটসহ সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত থেকেই মুঠোফোনে বার্তা আদান-প্রদানের সেবা বন্ধ করে দেওয়া হয়।