তুরস্কের উপরে নিষেধাজ্ঞায় স্বাক্ষর ট্রাম্পের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
উত্তর-পূর্ব সিরিয়ায় একতরফা সেনা অভিযানের জন্য তুরস্কের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল হোয়াইট হাউস থেকে এক প্রশাসনিক নির্দেশিকায় স্বাক্ষর করে প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, আঙ্কারার সঙ্গে চলতে থাকা ১০ হাজার কোটি ডলারের বাণিজ্য আলোচনা আপাতত বন্ধ। এক ধাক্কায় ৫০ শতাংশেরও বেশি কর চাপছে একাধিক পণ্যে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে কাল বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও।
মার্কিন কূটনীতিকদের একাংশ বলছেন, দলের ভিতরে চাপের মুখে পড়েই তুরস্কের বিরুদ্ধে এ ভাবে কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু করলেন ট্রাম্প।