জয়ে শতভাগ আশাবাদী: গোলাম দস্তগীর গাজী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের রূপসীতে নিবার্চনী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। একইসঙ্গে তরুণ ভোটারদের উপস্থিতি নিবার্চনে নতুন মাত্রা যোগ করেছে। আমি ভোটারদের উপস্থিতি দেখে আনন্দিত। ভোটাররা লোক দেখে নয় উন্নয়ন দেখে নৌকায় ভোট দিচ্ছে। দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। এখন পযর্ন্ত রূপগঞ্জে কোনো সহিংসতা ঘটেনি আর ঘটবেও না। কারণ চারিদিকে নৌকার জোয়ার আর জোয়ার।’
জয়ে শতভাগ আশাবাদী জানিয়ে তিনি আরও বলেন, ‘নৌকার জয় হবেই হবে। মানুষ সকাল থেকে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে। এছাড়া কেন্দ্রগুলোতে বিএনপির প্রতিনিধিরা আছেন। সুতরাং ভোটে কারচুপি হওয়ার কোনো শঙ্কা নেই। অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর বিএনপি যে অভিযোগ করছে সেটা নতুন কিছু নয় এটা তাদের পুরনো অভ্যাস। কেননা বিএনপি একটি নালিশী দল। জনগণের কাছে অভিযোগ করাই তাদের নৈমিত্তিক রুটিন।’
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘জয়-পরাজয় যাই হোক আমি মাথা পেতে নেব। তবে নৌকার জয় নিশ্চিত। আমরা যত উন্নয়ন করেছি এত উন্নয়ন বিগত কোনো সরকারের আমলে হয়নি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে। তাই জনগণের ভালোবাসায় আমরা আবারও ক্ষমতায় এসে দেশের উন্নয়ন অব্যাহত রাখব।’
এদিকে নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩৯৪ ও নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৯৭ জন। দশম সংসদের চেয়ে এবার ৪০ হাজার ৭৬৭ জন ভোটার বেশি।
এখানে মোট ভোটকেন্দ্র ১২৭টি। নির্বাচনে প্রার্থী ৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী একজন।