রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্রুত ঘন ও লম্বা চুল পেতে যাদুর মতো কাজ করে ‘লবণ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

শুনতে অবাক লাগছে নিশ্চয়! তবে এটিই সত্যি, চুল প্রাকৃতিক উপায়ে ঝলমলে করতে চাইলে লবণের ব্যবহার খুবই কার্যকরী। লবণ চুল পড়া বন্ধ করার পাশাপাশি ঘন ও ঝলমলে করতে সাহায্য করে।

লবণে থাকা ম্যাগনেসিয়াম চুলের জন্য বেশ উপকারি। লবণের তৈরি এই প্যাক চুলে নিয়ে আসবে উজ্জ্বলতা। এছাড়া খুশকি দূর করে চুলে বাড়তি ভলিউম যোগ করবে লবণ। চলুন তবে জেনে নেয়া যাক চুলের যত্নে লবণের ব্যবহার-  

 

একটি পাত্রে সমপরিমাণ মোটা দানার লবণ ও কন্ডিশনার মিশিয়ে নিন। এবার একটি মুখবন্ধ বয়ামে রেখে দিন মিশ্রণটি। শ্যাম্পু শেষে লবণ ও কন্ডিশনারের মিশ্রণটি ভালো ভাবে চুলে লাগান। কয়েক মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।