শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরাজয় নিশ্চিত জেনে মান্নানের ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ।

রোববার(৩০ ডিসেম্বর) দুপুরে ভোট গ্রহণ চলাকালে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি ।

আজহারুল ইসলাম মান্নান অভিযোগে বলেন, ‘২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনেরা আমাকে মেঘনা ঘাট এলকায় অবরুদ্ধ করে রেখেছে। এখন পর্যন্ত আমি বাইরে বের হতে পারিনি। যে কারণে আমার নিজের ভোটও দিতে পারিনি। এদিকে আমার ছোট ছেলে সাকিবকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে নারায়ণগঞ্জের রিটারনিং কর্মকর্তা জানান, এখানে শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদের কাছে এমন কোন খবর আসেনি। আমাদের এখানে বিপুল সংখক আইন শৃঙ্খলাবাহীনি সদস্য ছিলো। মানুষ নিরভয়ে তাদের ভোট প্রদান করতে পেরেছে।


একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থী লিয়াকত হোসেন খোকা ভোটের লড়াইয়ে মাঠে রয়েছে। এছাড়া এই আসনের ভোটের আগেই নির্বাচন থেকে সরে এসেছেন আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত।