শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জ-১, গোলাম দস্তগীর গাজী ৯টি কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ঢাকা: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এগিয়ে আছেন।

রূপসী কেন্দ্র: নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ৩ হাজার ১১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের কাজী মনিরুজ্জামান পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া এই কেন্দ্রে হাতপাখা ৩৩ ভোট, কাস্তে প্রতীক ৪ ভোট পেয়েছে।

কাজীপাড়া কেন্দ্র: নৌকা প্রতীক পেয়েছে ১০৩৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৬৩৮ ভোট।

রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ২ হাজার ৯৫৪ ভোট। ধানের শীষের প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৪৭ ভোট।

হাজী একলাস উদ্দিন স্কুল: নৌকা প্রতীক পেয়েছে ১৩৯৯ ভোট, ধানের শীষ ৪৪ ভোট।

লায়ন মোজাম্মেল সেন্টার: নৌকা পেয়েছে ১৮৮০ ভোট, ধানের শীষ পেয়েছে ৯৫ ভোট।

আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৩৩৯ ভোট, ধানের শীষ ২৬৫ ভোট।

কাঞ্চন পৌরসভার বিভিন্ন কেন্দ্র: নৌকা পেয়েছে ২৫৮০৮ ভোট, ধানের শীষ পেয়েছে ১৯১১ ভোট।

ভোলাব ইউনিয়ন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৮৪১১ ভোট, ধানের শীষ পেয়েছে ১১৫১ ভোট।

দাউদপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র: নৌকা পেয়েছে ১৯৯৫২ ভোট, ধানের শীষ পেয়েছে ৩০৫২ ভোট।

ভোটের ফল চলমান…