রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নিজের প্রোডাকশনে অভিনয় করবেন না কঙ্গনা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

অভিনয়, পরিচালনা, প্রযোজনা... প্রথম দু’টি ক্ষেত্রে ছাপ রাখার পরে তৃতীয় ময়দানে নামার জন্য প্রস্তুতি তুঙ্গে কঙ্গনা রানাউতের। আগামী বছরের জানুয়ারি মাসেই দিনের আলো দেখবে তার প্রোডাকশন হাউস, মণিকর্ণিকা ফিল্মস। 

মুম্বাইয়ের পালি হিলে স্টুডিওর জন্য জায়গা কিনেছেন অভিনেত্রী। ২০১৭ সালে প্রোডাকশন হাউস খোলার কথা প্রথমবার জনসমক্ষে বলেছিলেন অভিনেত্রী। তার শেষ কয়েকটি ছবি খুব ভাল ব্যবসা না করলেও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পুরস্কার যে তিনি পাচ্ছেন, তা প্রোডাকশন হাউসের অগ্রগতিই বলে দিচ্ছে।
 
কঙ্গনা বলেছেন, অনেক ভাল ভাল স্ক্রিপ্ট শুনেছি। সেগুলো বড় পর্দায় নিয়ে আসা একটা দায়িত্ব। তবে অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন, নিজের প্রোডাকশনে তিনি অভিনয় করবেন না। আমাদের চারপাশে এত নতুন প্রতিভা রয়েছে, তাদের সুযোগ করে দেওয়াও একটা কর্তব্য। নতুন প্রতিভাদের গাইড করব।

এই মুহূর্তে ‘থালাইভি’র প্রস্তুতি নিয়ে ব্যস্ত কঙ্গনা। সেখানে জয়ললিতার ভূমিকায় তিনি। কঙ্গনার সিনেমার জার্নির পাশাপাশি রাজনৈতিক ভূমিকা যে স্পষ্টতর হচ্ছে, তা বোঝাই যাচ্ছে।