কুয়েত-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু হচ্ছে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
অবশেষে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে দেশের পূর্বাঞ্চলের কুয়েত প্রবাসীদের দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ফ্লাইট চলাচল শুরু হবে আগামী ৩০শে অক্টোবর থেকে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে চলতি মাসের ৩০ তারিখ থেকে এ ফ্লাইট চালু করবে বিমান।
প্রতি বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে কুয়েত থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটটি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই উড়োজাহাজটিতে ইন্টারনেটসহ সব আধুনিক সুযোগ সুবিধাই থাকবে।
কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম জানান, এই ফ্লাইটে অনেক কম সময়ে যাত্রীরা চট্টগ্রামে পৌঁছাতে পারবেন, একইসঙ্গে চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য গন্তব্যে যাত্রীদের পৌঁছে দিতে কানেক্টিভ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
কুয়েত থেকে ফেরার পর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অংশের প্রবাসীদের এতদিন ঢাকা হয়ে চট্টগ্রামে যেতে হত। ফ্লাইটটি চালু হলে তাদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীরা।