শেখ রাসেলের একটি প্রিয় খেলা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
আজ শেখ রাসেলের জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল ৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় নিহত হন। আজ তার জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশে শিশু একাডেমি শেখ হাসিনা রচিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইটির দ্বাদশ সংস্করণ প্রকাশ করছে। একাডেমির চেয়্যারম্যান লাকী ইনাম গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বইটিতে আরও কিছু নতুন তথ্য সন্নিবেশিত হয়েছে। একশো চার পৃষ্ঠার এ বই একটু কলেবরেও বৃদ্ধি পাচ্ছে।
বইটিতে শেখ হাসিনা এক জায়গায় স্মৃতিচারণ করছেন, ‘ আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট রাসেল। ছোট্ট রাসেল আস্তে আস্তে বড় হচ্ছে। মা রাসেলকে বিছানায় শুইয়ে দিইয়ে সংসারের কাজ করতেন, স্কুল বন্ধ থাকলে তার পাশে শুয়ে আমি বই পড়তাম। আমার চুলের বেণি ধরে খেলতে খুব পছন্দ করতো ও। আমার লম্বা চুলের বেণিটা ওর হাতে ধরিয়ে দিতাম। ও হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হাসতো। কারণ নাড়াচাড়ায় মুখে চুল লাগতো তাতে খুব মজা পেত।’
অন্য আরেক জায়গায় লিখেছেন,‘ রাসেলের কথা ও কান্না টেপরেকর্ডারে টেপ করতাম। তখনকার দিনে বেশ বড় টেপরেকর্ডার ছিল। এর কান্না মাঝে মাঝে ওকেই শোনাতাম। সব থেকে মজা হতো ও যদি কোনও কারণে কান্নাকাটি করতো, আমরা টেপ ছেড়ে দিতাম, ও তখন চুপ হয়ে যেত। অবাক হতো মনে হয়। একদিন আমি রাসেলের কান্না টেপ করে বারবার বাজাচ্ছি, মা ছিলেন রান্নাঘরে। ওর কান্না শুনে মা ছুটে এসেছেন। ভেবেছিলেন ও বোধহয় একা, কিন্তু এসে দেখেন আমি টেপ বাজাচ্ছি আর ওকে নিয়ে খেলছি।’
উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাসেলের জন্ম হয় ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাসায়।