উয়েফা অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের দ্বিতীয় জয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৬ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার ফ্যারো আইল্যান্ডসকে হারিয়েছে তারা ৩-১ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ম্যাচে চমৎকার ফুটবলের প্রদর্শনী ছিল বাংলাদেশের কিশোরদের। আগের ম্যাচের মতো ফ্যারো আইল্যান্ডস ম্যাচেও জয়ের নায়ক মইনুল। তার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের দুই গোলের সঙ্গে ৭৯ মিনিটে পলাশ আহমেদ নোভার লক্ষ্যভেদে সহজ জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
২৬ মিনিটে মইনুলের লক্ষ্যভেদে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য সুবিধা করতে পারেনি তারা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও লক্ষভেদ করতে ব্যর্থ হয়।
এর মধ্যেই স্বাগতিকদের হতাশ করে ৭৩ মিনিটে সমতায় ফেরে ফ্যারো আইল্যান্ডস। ডিফেন্ডার মুরিটস মোর বিসগার্ডের গোলে পয়েন্ট হারানোর শঙ্কা জন্মে বাংলাদেশ ক্যাম্পে।
যদিও সেই শঙ্কা উড়িয়ে দিতে বেশি সময় লাগেনি। ৭৯ মিনিটে বাংলাদেশ আবার এগিয়ে যায় ফরোয়ার্ড পলাশ জাল খুঁজে পেলে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত হয় মইনুল দ্বিতীয়বার স্কোরশিটে নাম তুললে।
টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ২০ অক্টোবরের ম্যাচটিও হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।