শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

লোকাল ট্রেনে করে কোথায় যেতেন কারিশ্মা-কারিনা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

বি-টাউনে হেভিওয়েট পরিবারগুলির মধ্যে কাপুর পরিবার অন্যতম। চলনে-বলনে তারা আর পাঁচ জনের মতো হবেন না, সে কথা বলার অপেক্ষা রাখে না। 

কিন্তু কাপুর পরিবারের মেয়ে হয়েও কারিশ্মা কাপুর এবং কারিনা কাপুর নাকি লোকাল ট্রেনে করে স্কুল-কলেজে যেতেন! বিশ্বাস হয়? যদিও এমনটাই দাবি করেছেন কারিশ্মা কাপুর।

 

এক সাক্ষাতকারে কারিশ্মা বলেন, ছোট থেকেই খুব সাধারণভাবে বড় হয়ে উঠেছি আমরা। আমি আর বেবো (কারিনা কাপুর) স্কুলবাসে স্কুলে যেতাম। কলেজও গিয়েছি লোকাল ট্রেনে করে। 

মা ববিতার প্রসঙ্গ টেনে কারিশ্মা আরো বলেন, মা-ই শিখিয়েছে কীভাবে শিকড়ের কাছাকাছি থাকতে হয়। মা জানত অভিনয়ের প্রতি আমার ভালবাসার কথা। সব সময়েই আমাকে উৎসাহ দিয়ে এসেছে মা।

বুধবারই বিয়ের সাত বছর পার করলেন কারিনা-সাইফ। ধুমধাম করেই পালিত হয়েছে সেই অনুষ্ঠান। কারিশ্মাও বোনের বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন। উপস্থিত ছিলেন পার্টিতেও। 

ইদানীং সিনেমা থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছেন কারিশ্মা। ২০১২ সালে করিশ্মা অভিনীত ‘ডেঞ্জারাস ইশক’ বক্স অফিসে একটুও সাফল্য পায়নি। ২০১৬ সালে ব্যক্তিগত জীবনেও টানাপড়েন চলছিল কারিশ্মার। সঞ্জয় কাপুরের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় ওই বছরই। 

অন্যদিকে, তৈমুরের জন্মের পর সাময়িক বিরতি নিলেও আবার পুরোদমে কাজে ফিরেছেন কারিনা। হাতে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট।